আশুলিয়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ 90 Viewsনিজস্ব প্রতিবেদক-সাভারঃ আশুলিয়ায় মোমিনুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী কাশমিরাকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার এসআই টুমপা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোমিনুল ঠাকুরগাও জেলার পিরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলির ছেলে। কাশমিরার বাড়ি পিরোজপুর জেলার বোচাগন্জ থানার ছেনিহারা গ্রামে। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই টুমপা জানান, শনিবার সকাল ৭টার দিকে আশুলিয়ার সোনা মিয়া মার্কেট এলাকায় স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে । SHARES অপরাধ বিষয়: