পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার সহ নতুন আক্রন্ত ৩,মোট সনাক্ত-৭৫

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
292 Views

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও বাউফল উপজেলার মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ নতুন করে ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার রাতে তাদের রিপোর্ট আসে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। আক্রান্ত অপর ব্যক্তির বাড়ি সদর উপজেলার গোরস্থান রোড এলাকায়। আক্রান্ত তিনজনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের বাড়ি তিনটি লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। ৪৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ জন।