ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও মাস্ক উপহার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ 648 Views ঝিনাইদহ প্রতিনিধি : মরণব্যাধি করোনা ভাইরাস মহামারিতে সরকারি আদেশ অমান্য করা ও করোনার হাত থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ঝিনাইদহ কালীগঞ্জের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ব্যক্তিকে মোট ৩হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেেষ্ট্রট ভুপালি সরকার এ জরিমানা আদায় করেন। এবং মাস্ক না থাকায় এক বাবা ও তার দুই সন্তানসহ মোট ৬জনকে ৬টি মাস্ক উপহার দেন। এসময় তার সাথে কালীগঞ্জ থানার এএসআাই ইব্রাহিমসহ সঙ্গিও ফোর্স উপস্থিত ছিলেন। ভূপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৩ব্যক্তি ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩হাজার ৬শ টাকা জরিমিানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: