পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় গৃহবধু নিহত,আহত-২

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
328 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুনা বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

আজ (রবিবার) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী চৌরাস্থা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধুর স্বামী আমীর হোসেন গাজী ও ৮ মাসের শিশু পুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়। এদিকে ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ড-১৪-২৬৬৪) আটক করেছে পুলিশ। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পাঠানো হয়েছে।

সদর থানার এসআই ইব্রাহিম মোল্লা জানান, সকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আমীর হোসেন গাজী তার নিজস্ব মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে পটুয়াখালীতে আসছিলেন। শহরের প্রবেশদ্বার চৌরাস্তা সংলগ্ন এলাকা অতিক্রমকালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুনা বেগম নিহত হন।