বাউফলে করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল কর্মচারীর মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ 454 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে সত্তার হাওলাদার (৬৫) নামের এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা। নিহত সত্তার উপজেলার ইদ্রকুল গ্রামের আশরাফ আলী হাওলাদারে ছেলে এবং সে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্টোর কিপার ছিলেন। তার মৃতদেহ কোভিড-১৯ প্রটোকলে দাফন করা হবে। এছাড়া তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সংস্পর্শে আশা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। ৪৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ জন। SHARES স্বাস্থ্য বিষয়: