মাস্কে ৭ দিন বাঁচতে পারে করোনা জীবাণু, দাবী বিজ্ঞানীদের TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ 258 Viewsঅনলাইন ডেক্স : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাস্কের কোনো বিকল্প নেই। সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। মাস্কের পাশাপাশি অনেকে হ্যান্ড গ্লাভসও পরছেন। করোনা দূর করতে চলছে বিস্তর গবেষণা। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় বলা হয়েছে, মাস্কে করোনা ভাইরাস ৭ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। গবেষণার আরও বলা হয়েছে, টাকা বা কাগজী নোটে এক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা। হংকংয়ের বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো বলে মত তাদের। এদিকে, হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের। সূত্র:”somoynews SHARES স্বাস্থ্য বিষয়: