করোনাভাইরাস: সাভারে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
428 Views

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সোমবার পর্যন্ত সাভার উপজেলায় মোট ৬০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৭ জন।

এর আগে রোববার পর্যন্ত তিনি ১২ জনের মৃত্যুর খবর দিয়েছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আক্রান্ত ৬০৯ জনের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৫০জন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সাতজন। সুস্থ হয়েছেন ১৪০ জন। অন্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।