বাউফলে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ 46 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সামছুন্নাহার (৭০) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার বিকাল সারে তিনটায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সামছুন্নাহারের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাাইয়া গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামছুন্নাহার রবিবার করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে তাকে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকাল সারে তিনটায় চিকিৎসাধিন অবস্থায় সামছুন্নাহারের মৃত্যু হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন,‘ ওই নারীর কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পেয়েছিলাম। সরকারী স্বাস্থ্য বিধি অনুসরন করে তার দাফন করা হবে। উল্লেখ এ পর্যন্ত বাউফলে করোনায় এ আক্রান্ত হয়েছের ১৫জন। মারা গেছেন দুই জন। তার মধ্যে একজন নারী ও একজন পুরুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১জন। আইসোলেশনে আছেন দুইজন। SHARES স্বাস্থ্য বিষয়: