কোটচাঁদপুরে কৃষি নিরাপদ উদ্যানতাত্বিক ফসল উৎপাদন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ 282 Viewsকোটচাঁদপুর(ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে নিরাপদ উদ্যানতাত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহের প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩জুন) সলেমানপুর কৃষিপন্য সংগ্রহ ও বিপণন কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রার্থ প্রতিম সাহা। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের এপিএ পুল সদস্য, হামিদুর রহমান । বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিম্বাস । অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। আম চাষিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সলেমানপুর কৃষিপন্য সংগ্রহ ও বিপণন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ নূরে নবী। উল্লেখ্য, সলেমানপুর কৃষিপন্য সংগ্রহ ও বিপণন কেন্দ্রটি রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করে আম ও সব্জী উৎপাদন করে তা বাজারজাত করে ইতি মধ্যে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। SHARES সারা বাংলা বিষয়: