পটুয়াখালীতে চিকিৎসকসহ নতুন আক্রান্ত-১৫,মোট আক্রান্ত-১৮০ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ 390 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের ২ চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মচারীসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন বাউফলের ও ১ জন দুমকির, বাকি ১০জন সদর উপজেলার। আক্রান্ত সবাই বাড়িতে হোম কায়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ কর হবে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা-১৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ জন। SHARES স্বাস্থ্য বিষয়: