সপ্তাহে সাতদিনই খোলা থাকবে ফেনীর বাজার

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
352 Views

এইচ এম আরমান, ফেনী জেলা প্রতিনিধি :
গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতি মাননীয় জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেছেন সপ্তাহে দু’দিন নয় এখন থেকে পুরো সপ্তাহে ফেনীর বাজার খোলা থাকবে।

পৌরসভার মেয়র ঘোষিত সিদ্বান্ত অনুযায়ী শুধু সোমবার ও বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্বান্ত বাতিল বলে সভায় জানানো হয়।

জেলা প্রশাসক আরো বলেন, সুরক্ষা সামগ্রী অধিক মূল্যে বিক্রি রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। মূল্য তালিকা বাধ্যতামূলক টাঙাতে হবে। করোনা আক্রান্ত মৃত রোগীদের দাফনে যুক্ত সেচ্ছাসেবীদের জন্য ফেনী জেলার পৌরসভা সমূহে একটি করে গোসলখানা নির্মাণের অনুরোধ জানানো হয়।জেলার যেসব এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে সেসব এলাকায় আইনশৃংখলা বাহিনীর আরো কড়াকড়ি আরোপের সিদ্বান্ত হয়।

সভায় আরো বক্তব্য রাখেন ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আতোয়ার ইসলাম, পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত প্রমূখ।