ফেসবুকে থেকে অনুদান পেতে আবেদনের পদ্ধতি TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০ 982 Viewsসম্প্রতি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক। এই অর্থসহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে প্রতিষ্ঠানটির। আবেদন করতে হবে ৫টি ধাপে কিছু প্রশ্নের উত্তর দেয়া ও ডকুমেন্টস প্রদানের মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও শেয়ার করেছে ফেসবুক। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে: ১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে। ২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর। ৩. করোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে। ৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজ খবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। ৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে। ৬. থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়। ৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। ৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স। ৯. অফিসিয়াল রেজিস্ট্রেশান। ১০. অংশিদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স। ফেসবুকে অর্থ সহায়তার আবেদনের পদ্ধতি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছে ফেসবুক। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: