রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ 656 Viewsস্টাফ রিপোর্টার, রংপুর: রংপুরের কাউনিয়া রেল জংশন ষ্টেশনে ট্রেন দুর্ঘটনায় একজন মারা গেছে আহত হয়েছে ২৫ জন। প্রত্যক্ষদর্শীরা ও রেল কর্তৃপক্ষ জানায় গতকাল বিকাল ৪ টায় সান্তাহার থেকে পঞ্চগড়গামী 7up ট্রেনটি কাউনিয়া রেল ষ্টেশনের ১ নং প্লাট ফর্মে অবস্থান নেয়। এ সময় দায়িত্বরত ড্রাইভার ছাড়াই ফায়ারম্যান দিয়ে ইঞ্জিন ঘুড়িয়ে নেয়ার সময় ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের যাত্রীবাহী ট্রেনের বগিকে স্বজোড়ে আঘাত করলে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী বলছেন কর্তৃপক্ষের অবহলোর কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রতক্ষ দর্শিরা জানায়। রংপুরের জেলাপ্রশাসক, সিভিল সার্জন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আর বেগম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খবর পেয়ে উদ্ধারে কাউনিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরাসহ শত-শত মানুষ ছুটে আসে। কাউনিয়া স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল সেভেনআপ কাউনিয়ায় আসার পর ইঞ্জিন ঘুরিয়ে নিতে হয়। ইঞ্জিন ঘুরে আসার পর ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বগিগুলোর পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। SHARES জাতীয় বিষয়: