কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু ! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ 50 Viewsএসএম রায়হান.কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বলুহর বটতলা রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের ঢালী পাড়ার মৃত নৈয়ম উদ্দিন ঢালীর ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় রেল লাইন পার হতে যেয়ে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ডাউন ট্রেনটি বুলু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আফসানা জান্নাত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। SHARES দুর্ঘটনা বিষয়: