তাড়াশে না ফেরার দেশে চলে গেলেন ডাঃ মিলন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ 56 Viewsমহসীন আলী,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে না ফেরার দেশে চলে গেলেন ডাঃ হাফিজুর রহমান মিলন। অতি অল্প দিনে প্রতিষ্ঠিত খালকুলা ওহী জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি, নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের আঃ রাজ্জাকের পুত্র তরুন উদীয়মান সমাজকর্মী ডাঃ হাফিজুর রহমান মিলন (৪০) বুধবার সন্ধ্যা রাতে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত কালে তিনি বাব,মা গরীবের ডাক্তার নামে তিনি পরিচিত হয়েছিলেন। মানুষের হৃদয়ে স্থান করেছিলেন বলেই আজ তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ,সাবেক এমপি ম,ম আমজাদ হোসেন মিলন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ সকল সাংবাদিক ও আপামর জনসাধারণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমরে জানাযা নামাজ পর নিজ গ্রামের কবরস্থানে সম্পন্ন ভাবে দাফন করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: