চ্যানেলে প্রচারের অপেক্ষায় বাস্তবমুখী দুটি নাটক TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ 100 Views বিনোদন ডেস্কঃ সম্প্রতি মানিকগঞ্জ ও আশুলিয়ার পল্লীর লীলাভূমির প্রাকৃতিক সবুজ সমারোহের মনোরম লোকেশনে বাস্তবমূখী প্রেক্ষাপট নিয়ে সুহা শীষ সিনহা‘র রচনায় “একটি শিশু ও তার অগণিত পিতা” এবং আলমগীর সাগরের রচনায় “মূখোশের অন্তরালে” নামে দুটি নাটকের শ্যুটিং এর কাজ সম্পন্ন হলো। গত শুক্রবার এই নাটকের শ্যুটিং শুরু হয়ে সোমবার শেষ হয়। সুহাস ফ্লিমস্ হাট এর প্রযোজনায় নির্মিত নাটক দুটির যৌথভাবে পরিচালনা করেছেন আলমগীর সাগর ও আতিকুর রহমান অপু। নাটক দুটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারজানা ছবি, নাদিয়া মিম, ইরফান সাজ্জাদ, মেহবুবা মাহনূর চাঁদনী ও সুহাশীষ সিনহা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমকেএইচ পামির আহমেদ, সুলতান মাহমুদ, মশিউর রহমান মশি, শর্মিলা শর্মি, ইশারা, সাইমুন, ফাহিম, মুন্সী মেহেদী হাসান ও শিশু শিল্পী আয়াত মাহমুদ টুকুস সহ আরো অনেকে। প্রযোজক সুহাশীষ সিনহা জানান, নাটক দুটিতে রোমান্টিক আবহের মধ্য দিয়ে একটি সামাজিক ও সমসাময়িক বার্তা দিতে চেয়েছি। আশা করি, দর্শক তা দেখে বিনোদনের পাশাপাশি সচেতন হবেন। সম্পাদনা শেষ হলে শিগগিরই স্যাটেলাইট চ্যানেলে দর্শক দেখতে পাবেন। SHARES বিনোদন বিষয়: