তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ 30 Viewsমহসীন আলী,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে প্রতারকের দ্বারা প্রতারিত ভুক্তভোগীর স্বজনরা প্রতারক উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকোনুজ্জামানের ছেলে মিজানুর রহমান (মিজান মাষ্টারের) বিরুদ্ধে এ মানববন্ধন করেছে। মানববন্ধনে ভুক্তভোগীর স্বজনরা বলেন, এই মিজানুর রহমান (মিজান মাষ্টার) চাকুরী দেওয়ার নামে শত শত বেকার ছেলে মেয়েদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া,জায়গা জমি জোড় জবরদখল,সন্ত্রাসী কর্মকান্ড ও নওগাাঁ বাজারে প্রতারক চক্রের হোতা ।এই প্রতারক উল্লাপাড়া উপজেলার চেংটিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুনকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী দেওয়ার নামে ৯ লক্ষ ৯৩ হাজার,তাড়াশ উপজেলার পৌংরোহালী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলামের নিকট থেকে ১০ লক্ষ,ঘরগ্রামের মুত খইমুদ্দিনের ছেলে সাইদুর রহমানের নিকট থেকে ৬লক্ষ ৫০ হাজার,পৌংরোহালী গ্রামের রেজাউলের স্ত্রী মাহমুদার নিকট থেকে ১০লক্ষ টাকা প্রতারনা করে নিয়েছে। ভুক্তভোগীর তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন এই প্রতারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য ও বিচারের দাবীতে কর্তৃপক্ষের নিটক দাবি করেন। SHARES মানববন্ধন বিষয়: