নান্দাইলে বিষ পানে এক বৃদ্ধের আত্মহত্যা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ 24 Viewsমোহাম্মদ আমিনুল হক বুুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লা গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধ তাজুল ইসলাম বিষ পান করে আত্মহত্যা করেছেন। রবিবার ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে পরিবারের সবার অলক্ষ্যে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। পরিবারের সদস্যরা জানান, তাজুল ইসলাম দীর্ঘদিন যাবত পেটের ব্যাথায় ভুগছিলেন। পেটের ব্যাথা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন । এলাকাবাসী জানান, হতদরিদ্র তাজুল ইসলামের উন্নত চিকিৎসার সামর্থ ছিলনা। তিনি যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। SHARES দুর্ঘটনা বিষয়: