কোটচাঁদপুরে ব্র্যাকের আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচী পালন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ 12 Viewsএসএম রায়হান.কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় ইউ,সি,এফ-এর আলোচনা সভা ও হাত ধোয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার বলুহর ইউনিয়নের শেখ পাড়ায় পল্লী সমাজের সদস্য হালিমার বাড়িতে ইউ,সি,এফ-এর আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে হাত ধোয়া কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে পল্লী সমাজের সদস্য ছাড়াও ওই এলাকার মহিলারা অংশ নেন। সমগ্র অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন ব্র্যাকের এফ,ও (সি,ই,পি) রোমানা ইয়াছমীন। SHARES সারা বাংলা বিষয়: