মুজিব শতবর্ষ উপলক্ষে দ্যা নিউ স্টার ২৪.কম এর স্পেশাল পর্ব ধারা- ২৫ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০ 34 Viewsবিশ্বের প্রায় দু শত শহরে বাংলাদেশি প্রবাসীরা তার জন্ম শতবার্ষিকী পালন করবেন মার্চ মাসজুড়ে। কিন্তু আমাদের বিভিন্ন ভাষার প্রকাশনা না হলে, তাঁকে আমরা বাংলা ভাষার দুটি দেশের কিছু মানুষের কাছেই রেখে দিলাম। আমাদের বিশ্ব দরবারে তাঁকে তুলে ধরতে হবে। অসাধারণ এক অনন্য মানব শেখ মুজিব। অসাধারণ ছিল তাঁর চিন্তাচেতনা। লোভ লালসাহীন, এক প্রাণবন্ত হ্যামিলনের বাঁশিওয়ালা। সাত কোটি মানুষের স্বপ্নপুরুষ ছিলেন। তাঁকে নিয়ে গবেষণার বিস্তর মাধ্যম পড়ে আছে। আমরা তাঁকে নিয়ে অহেতুক বাড়াবাড়ি করে তাঁকে ক্ষুদ্রতায় আবদ্ধ করেছি। তার অনন্য পোশাকটিরও আজ অবমূল্যায়ন হচ্ছে। তিনি একটি পোশাককে তাঁর নামে সমাদৃত করতে পেরেছেন। মুজিব কোট বলতে একটি বিশেষ পোশাককে বোঝায়।Tns:Ai SHARES জাতীয় বিষয়: