পটুয়াখালীতে পর্যটন দিবস পালিত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ 108 Viewsপটুয়াখালী প্রতিনিধি: ‘‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন সংগঠনের আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রবিবার বেলা সাড়ে এগারোটায় ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর আয়োজনে টোয়াক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সী-বিচ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে টোয়াক সদস্যরা। এছাড়াও আলোচনা সভাসহ দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ পর্যটনকর্পোরেশন ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) দিবসটি পাালন করে। SHARES বিনোদন বিষয়: