তাড়াশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ 34 Viewsমহসীন আলী,তাড়াশ প্রতিনিধি. সিরাজগঞ্জের তাড়াশে সারা দেশের ন্যায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ হুমায়ন কবির খন্দকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ,থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী বাবুল মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামন, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামন, মৎস্য অফিসার মশগুল আজাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ। SHARES সারাদেশ বিষয়: