পৃথিবী পূন্য ধ্যানে- এ কে আজাদ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ 113 Viewsপৃথিবী পূন্য ধ্যানে পৃথিবী তোমার অনুকূলে ছড়িয়ে আছে কত আনন্দ প্রচ্ছদ এঁকে বেঁকে যাওয়া কত বেদনা বিধুর, তোমার শাসন দর্শন চিনিয়ে দিতে পারে এমন আশঙ্কা সুরঞ্জন হয়, ধুশর তোমার অমূল্য আঁধারে। পৃথিবী তোমার বৈভবের মালিকানা তোমারি পৌরুষের প্রেম, অনেক আগেই যার স্বচিত্র প্রতিবেদন বিস্তীর্ণ জমিনে রেখেছো চিরন্তন সৃষ্টির শ্রেষ্ঠত্ব স্বাক্ষর। মানবের হাতে তোমার সজীবতা। তোমার অকুণ্ঠ চিত্তে স্মরণীয় বিষর্জন রং ধনু রাশির মত শেষ প্রান্ত ছুঁয়ে যাওয়া অসাধ্য নন্দন রনে বেঁচে থাকার কৌতুহল তোমার সৃষ্টির অমৃত। তোমার আবেশ রাগিনী রৌদ্রেময় জীবন জলবায়ু বিপর্যয় বসন্ত খেয়ায় আরাধনা আনে মমত্ব বন্দনায়। প্রদানের টানে জেগে ওঠে প্রান আকন্ঠ উল্লাসে, চারিদিকে শোনা যায় তোমার সৃষ্টির উৎসব মিছিল। মেতে ওঠে সভ্যতা চৈণীক, মরুময় পিরামিড খঞ্জন হাতে শক্তির উন্মাদনা, লড়াকু লড়ে যায়, খেলোয়াড় খেলে যায় পথের অন্বেষনে, ভ্রান্ত খেয়াল,হয়না সাধনার শেষ। জগতে সম্যক আশীষ পৃথিবী তোমার পূন্য ধ্যানে। SHARES সাহিত্য বিষয়: