সুনামগঞ্জে পৃথক অভিযানে খাদ্য বান্ধব কর্মসূচির ৬৮বস্তা চালসহ আটক ৪ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০ 34 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৮ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল সহ চার জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিতিত্তে দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে ৫৮বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। এসময় আনোয়ার হোসেন আনু ও মাসুক আলী নামের দুইজনকে আটক করে পুলিশ। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগ অভিযান চালিয়ে চালসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দোয়ারা বাজার থানায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জয়শ্রী লামাগাঁও থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগ অভিযান চালিয়ে ১০বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটক করে । এসময় প্রভাত ও আলাল নামে দুই ব্যক্তি কে আটক করে পুলিশ। তাহিরপুর থানান ওসি আব্দুল লতিফ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। SHARES অপরাধ বিষয়: