নান্দাইলে মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ 21 Viewsমোহাম্মদ আমিনুল হক বুুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা মৎস্য আড়তে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির সময় এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসার নেতৃত্বে মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চৌরাস্তা মৎস আড়তে ১ শ ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়। এ অপরাধে ক্রেতা ভজন বর্মনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেসময় উপস্থিত আড়তদার ও মৎস চাষীদের মৎস্য সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করতে বলা হয়। আসন্ন মা ইলিশ সংরক্ষণের সময় ও কর্মসূচি সম্পর্কে সচেতন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফ হোসেনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। SHARES অপরাধ বিষয়: