কালকিনি উপজেলা ফারিয়ার কমিটি গঠন-আহ্ববায়ক মিজান, সদস্য সচিব রেজাউল TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০ 46 Viewsমাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিটিভ এসোসিয়েশন এর আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার রাতে গত ২ হাজার ১৩ সালে কালকিনিতে প্রথম কমিটি গঠন করা হয়। তাই পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করে কালকিনিতে চাকুরিরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধির উপস্থিতিতে উক্ত আহ্বাবায়ক কমিটি ঘোষণা করা হয়।আহ্বায়ক হলেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়যাত্রা টেলিভিশনের কালকিনি প্রতিনিধি,ভোর নিউজ অনলাইন মাদারীপর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ইউনিকেয়ার),সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম (এসি আই লিঃ),সদস্যরা হলেন মোঃ আনিচুর রহমান (এপেক্স ফার্মা),মোঃ মামুন ফকির (ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ) মোঃ শহিদুল ইসলাম (শরিফ ফার্মা),আঃ রব আকন ( রেংস ফার্মা),বিনদ রায় (বেক্সিমকো ফার্মা), মোঃ ডালিম (অপসোনিন ফার্মা),রতন দে (ওয়ান ফার্মা। উল্লেখ যে আগামী ১০ নভেম্বর পুনার্ঙ্গ কমিটি ঘোষণা করার তারিখ নির্ধারন করা হয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: