নাগরপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০ 29 Viewsনাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। ১৪ অক্টোবর, উপজেলার গয়হাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিন মসরুর। এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৮ জন ব্যবসায়ীকে ৩৯০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন, অধিক মূল্যে পণ্য বিক্রি ও অবৈধ উপায়ে পণ্য মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর বলেন, যে সব অসাধু ব্যবসায়ী বেশি দামে জিনিসপত্র বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে। SHARES আইন আদালত বিষয়: