চতুর্থ দিনের মতো সামাজিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দের ধর্ষনবিরোধী সমাবেশ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ 6 Viewsআল হাবিব সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্ষনবিরোধী সাংস্কৃতিক সমাবেশ চতুর্থদিনের মতো হোসেন বখ্ত চত্বরে অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে এই সমাবেশ। এসময় সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা, নৃত্য প্রদর্শন করেন। সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দের এই কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। এসময় আরো উপস্হিত ছিলেন জাহাঙ্গীর আলম, দেওয়ান গিয়াস চৌধুরী,সামির পল্লব, এ আহসান রাজিব, অমিত বর্মন, আব্দুস সালাম মাহবুব, দিপ্বাল ভট্টাচার্য, দুর্জয় দত্ত পুরকায়স্থ, সোহানুর রহমান, মাকসুদুর রহমান দীপু,শর্মি তালুকদার, তাজকিরা হক তাজিন, নাহাত হাসান পোলমী, জিহান জুবায়ের, ইফতেখার সাজ্জাদ পিয়াল, শেখ তাবাসসুম,,তাইবা তারান্নুম সিনথিয়া সহ আরো অনেকেই। এসময় বক্তরা বলেন আইন প্রয়োগের পাশাপাশি আমাদের ৯ দফা দাবি সরকারি বিধি নিষেধে নিয়ে আসতে হবে। এজন্য আমাদের সবাইকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। SHARES সারা বাংলা বিষয়: