নান্দাইল ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা সর্ম্পকিত প্রশিক্ষণ মহড়া এবং সচেতনতামূলক ক্লাশ প্রদর্শন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০ 20 Viewsনান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ১০ দিন ব্যাপী আনসার সদস্যদের প্রশিক্ষণের সমাপ্তি দিনে নান্দাইল ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা সর্ম্পকিত প্রশিক্ষণ ও মহড়া এবং সচেতনতা মূলক ক্লাশ প্রদর্শন করা হয়েছে। মহাবৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে দশটায় নান্দাইল ফায়ার সার্ভিস এই অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা সর্ম্পকিত প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করে। নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুল মালেক এর নেতৃত্বে অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা সর্ম্পকিত এই প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ আনিসুল হক , উজ্জ্বল,আজমল, জান্নাতুল ফেরদৌস , রফিকুল ইসলাম প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: