শেরপুরের নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ 34 Viewsমো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলাধীন গৌড়দ্বার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আকাইদ হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামের রজিব মিয়ার একমাত্র সন্তান। ১৮ অক্টোবর রবিবার দুপুরে নিজের বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে এ শিশুটির মৃত্যু হয়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে আকাইদ হাসান খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এমন সময় তাকে না পেয়ে বাড়ির সবাই সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে আকাইদ হাসানকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল ও নকলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকগন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। SHARES দুর্ঘটনা বিষয়: