সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০ 19 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক জনাব খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,সদস্য সীতেশ তালুকদার মঞ্জু,সাবেক জেলা যুবলীগ সদস্য ফোয়াদ আহমেদ, সদর যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল,সহ সভাপতি ফয়সল আহমেদ,সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া,স্বেচ্ছাসেবকলীগ জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি দে দীপঙ্কর কান্তি দে,জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়,রাজন,রিয়াদ তালুকদার যুবলীগ নেতা,বকুল তালুকদার,হিমেল হোসাইন প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: