বাউফলে গাঁজাসহ অমলা রানী গ্রেফতার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ 34 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গাঁজাসহ অমলা রানী (৫০) কে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইণচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে এস আই মাধব চন্দ্র সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার বগা ইউপির বাণাজোরা গ্রাম থেকে একটি চাঁ দোকান থেকে গাঁজাসহ ও গাঁজা বিক্রির সাত হাজার পাঁচ টাকাসহ হাতে নাতে ধরে গ্রেফতার করা হয়েছে।বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহ জানান, দীর্ঘদিন পর্যন্ত ধূত অমলা রানী ও তার স্বামী ফণ শিকদার বাড়ির কাছে নিজস্ব একটি চাঁদোকানে বসে অবৈধ ভাবে গাঁজা বিক্রি করে আসছে।এলাকার জনগনের তথ্যমতে গোপন সংবাদের মাধ্যমে অমলা রানীকে গাঁজা ও নগদ ৭০০৫টাকা সহ আটক করা হয় এবং স্বামী ফণ সিকদার পালিয়ে যায়।তাদের দুই জনের বিরুদ্ধে মাধক দ্রব্যের আইনে মামলা করা হয়েছে SHARES অপরাধ বিষয়: