সাংবাদিক অমিয় দত্ত ভৌমিকের বাবা মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক আর নেই! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ 44 Viewsমোহাম্মদ আমিনুল হক বুুলবুল,নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি : বৈশাখী টেলিভিশনের সহকারী বার্তা সম্পাদক বিশ্বজিৎ দত্ত ভৌমিক ও বাংলাদেশ পোষ্ট অনলাইন বার্তা সম্পাদক অমিয় দত্ত ভৌমিকের বাবা মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক আর নেই। তিনি শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মহাখালী ইউনিভার্সাল হসপিটালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এলাকা তাতকুরা গ্রামের বাসিন্দা। সমাজে তিনি একজন সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিত। শনিবার তাঁকে গ্রামের পারিবারিক শ্মশানে ধর্মীয় রীতি অনুসরণ করে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমাজ সেবক মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। নেতৃবৃন্দ স্বর্গীয় মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের আত্মর শান্তি কামনা করেছেন। SHARES গণমাধ্যম বিষয়: