তাড়াশে ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনের তপশীল ঘোষনা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০ 20 Viewsমহসীন আলী,তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনের তপশীল ঘোষনা করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সম্মেলনের তপশীল ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে সে সকল ইউনিয়নের সম্মেলন নি¤েœর বিজ্ঞপ্তি মোতাবেক কার্যকরী ভাবে পালন করা হবে। এ ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগন আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। যে সকল ওয়ার্ডে কাউন্সিল হয় নাই তা আগামী ২ নভেম্বর তারিখে যাচাই বাছাই করে শেষ করা হবে। এর পর তপশীল সিডিউল মোতাবেক সকল কার্যক্রম যথা সময়ে বাস্তবায়র করা হবে। তপশীল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর ২০২০ তারিখে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন,সকল ইউনিয়নের সম্মেলন গণতান্ত্রীক পন্থায় তপশীলের বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পন্ন করা হবে। SHARES রাজনীতি বিষয়: