হাওরে বেরীবাঁধ কেটে দেওয়ার প্রতিবাদে হাওর পাড়ের কৃষকদের মানববন্ধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ 48 Views আল হাবিব, সুনামগঞ্জ প্রতিনিধি : মাটিয়াইন হাওরের বোয়ালমারা নতুন সু্ইস গেইট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড কতৃক নির্মিত বোরো ফসল রক্ষাকারী বেরীবাঁধ ইজারাদার ইকবাল হোসেন তালুকদার ও দীপক ঘোষ তাদের স্বার্থের জন্য বেরী বাঁধ কেটে দেওয়ার প্রতিবাদে ও ইজারাদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মাটিয়াইন হাওর পাড়ের কৃষকদের আয়োজনে তাহিরপুর বাজারে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,সাবেক তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সুবাহান আকঞ্জি, হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা চৌধুরী, মাটিয়াইন হাওর পাড়ের কৃষক মছায়েল আহমদ, শাহিনুর রহমান, আবুল খায়ের, শাহিন রেজা, জিল্লুর রহমান, বিপ্লব হোসাইন, আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মাটিয়াইন হাওরের ফসল রক্ষা করার জন্য সরকার হাওর পাড়ের জন্য যে বেরীবাঁধ নির্মান করে দেওয়া হয়েছিল, সেটা ইজারাদাররা তাদের স্বার্থের জন্য কেটে দিয়েছে, আমরা হাওর পাড়ের কৃষকরা জোর দাবি জানাই যে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। SHARES মানববন্ধন বিষয়: