বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ 90 Viewsবদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ বদরগঞ্জ উপজেলায় রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে রবিবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে ইউকেএইড এর অর্থায়নে সাইটসেভার্স এর রাইট টু হেলথ প্রকল্পের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয় \ বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রংধনু প্রতিবন্ধী সংস্থা এবং রাধানগর প্রতিবন্ধী সহ সহায়ক সংস্থার চক্ষু প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। চক্ষু শিবির উদ্বোধন করেন রংধনু প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি আতিউর রহমান। উপস্থিত ছিলেন রাধানগর প্রতিবন্ধী সহ সহায়ক সংস্থার সভাপতি মাহফুজুর রহমান,সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, আইন সম্পাদক পারভীন বেগম, কমিউনিটি চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার শেখ আব্দুর করিম, শহীদুজ্জামান, এরশাদসহ প্রমুখ। চক্ষু শিবির পরিচালনা করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের ডা: আবিদা সুলতানা। চক্ষু শিবির এ মোট ১২৮ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। ২৬ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ৩৮ জনকে ঔষধ এবং ২ জনকে চশমা বিনামূল্যে প্রদান করা হয়। SHARES স্বাস্থ্য বিষয়: