নান্দাইলে মেয়ের শ্বশুর বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার আত্মহত্যা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ 22 Views নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে জামেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা সোমবার বিকেলে মেয়ের শ্বশুর বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মৃত আঃ কুদ্দুসের স্ত্রী। তার বাবার বাড়ী চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে। জানা যায়,রেজিয়া নামে তার একমাত্র বিবাহিতা মেয়ে রয়েছে। গার্মেন্টস এ চাকুরী করার সুবাদে স্বামী সহ গাজীপুর থাকেন রেজিয়া । দীর্ঘদিন ধরে নাতনি তানজিলা (১২) কে নিয়ে মেয়ের বাড়ীতে আছেন জামেনা। ঘটনার দিন নাতনি তানজিলা মাঠে গিয়েছিল ছাগল চড়াতে। একাকী জামেনা রান্নাঘরে আড়ের সাথে কাপড় পেঁচিয়ে আত্নহত্যা করে। তার আত্নহত্যার কারন জানা যায়নি। জামেনার মেয়ে রেজিয়া এ তথ্য জানান। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। SHARES অপরাধ বিষয়: