তাড়াশে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ 25 Viewsমহসীন আলী,তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাড়াশ প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখার আয়োজনে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এতে অংশগ্রহন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলার নেতাকর্মী ও সাধারণ মুসল্লিগন। সমাবেশে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি মহিববুল্লাহ , বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্জ মাওঃ ইয়াকুব আলী , সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাওঃ আবুল কাশেম, তাড়াশ উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ আব্দুল ওহাব, মাওঃ আলতাব হোসেন , মাওঃ আঃ ছালাম ওসমানি ও এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব । সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের পণ্য বয়কট, মহানবীর (সাঃ) ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়া , ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ^ মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করায় ওই দেশের সরকারকে জোড়হাতে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই সরকারের বিরুদ্ধে সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পরবে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে। কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লিদের এক হয়ে এর তিব্র নিন্দা করার আহŸান জানান। SHARES সারা বাংলা বিষয়: