বাউফলে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ 19 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগে কনকদিয়া ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা শাহিন হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কনকদিয়া বাজারে চেয়ারম্যান শাহিনের সঙ্গে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিনের সাথে দেখা হলে চেয়ারম্যান তাকে কথা শোনার জন্য ডাকেন। পরে চেয়ারম্যান তার সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল শুরু করেন। এক পর্যায়ে আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে মারধর করেন শাহিন চেয়ারম্যান। এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই দিন রাতেই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন আনছার উদ্দিন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,আসামীকে গ্রেফতার করার পর পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। দুপুর ১২ টার দিকে জামিনের জন্য বিচারিক আদালতে হাজিরকরা হলে বিজ্ঞবিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। SHARES অপরাধ বিষয়: