সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন রোধে মতবিনিময় সভা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ 55 Viewsআল হাবিব সুনামগঞ্জ প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে সুশীল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিহার সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সভা বক্তারা বলেন, নারী ও শিশুদের নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে পুরুষ ও নারীদের সংযুক্তকরন নেটওয়ার্ক তৈরী করে পুরো জেলায় নারী সহিংসতায় সচেতনতা বাড়াতে হবে। পরিবারের পক্ষ থেকে তাদের ছেলে মেয়েদের এ ব্যাপারে শিক্ষা দেয়া সে দিকে জোর দিতে হবে। SHARES নারী ও শিশু বিষয়: