সুনামগঞ্জে ৩০০ জন প্রতিবন্ধী পেল প্রধানমন্ত্রীর উপহার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০ 32 Viewsআল হাবিব সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার ৩০০ জন প্রতিবন্ধী পেলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী। বুধবার (০৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী কার্যালয়ে ৩০০ জন প্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃমো.তানজিল হক, ম্যানিটরিং কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী প্রমুখ। হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, স্মার্ট সাদাছড়ি বিতরণ শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, প্রতিবন্ধী বলে কাউকে অবহেলা অযত্ন করা যাবে না, মনে রাখতে হবে যে প্রতিবন্ধীরাও মানুষ, তারাও সমাজের একটি অংশ, তাই আসুন, আমরা প্রতিবন্ধী অবহেলা অযত্ন না করে তাদের ভালবাসি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য সব কিছু করছেন, তাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছেন, উনার দেওয়া সকল উপহার আজ আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। SHARES সারা বাংলা বিষয়: