পটুয়াখালীতে আজ মধ্য রাতে গভীর সমুদ্রে যাত্রা করবে জেলেরা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০ 44 Viewsপটুয়াখালী প্রতিনিধি: আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে গভীর সাগরে যাত্রা করবে পটুয়াখালীর জেলেরা। ইতিমধ্যে শেষ করেছেন সকল ধরনের প্রস্তুতি। দীর্ঘদিন সাগরে অবস্থানের জন্য এসব ট্রলারে তোলা হচ্ছে জালানী তেল, খাবার, মাছ ধরার সামগ্রী। এর ফলে প্রানচাঞ্চল্যতা ফিরে এসেছে দক্ষিনের বৃহৎ মাছের মোকাম আলীপুর-মহিপুরের আড়ৎ গুলোতে। উপকূলের জেলে পাড়ায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। মৌসুমের শুরু থেকেই আশানুরূপ ইলিশ না পেলেও অবরোধ শতভাগ সফল হওয়ায় এবার জালে মিলবে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ এমন প্রত্যাশা ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। SHARES সারা বাংলা বিষয়: