আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন চায় কামাল সরদার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ 55 Viewsমাদারীপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয় প্রত্যাশী ত্যাগী নেতা মোঃ কামাল সরদার। তিনি ১৯৯৮ইং সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০০ইং সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দাতা সদস্য, ২০০৩ইং সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সভাপতি পদের দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি কালকিনি পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। মেয়র প্রার্থী কামাল সরদার জানান, তিনি বিগত দিনে বিনাস্বার্থে আওয়ামীলীর জন্য পরিশ্রম করেছেন। নিজের জীবন বাজি রেখে তিনি আওয়ামীলীগের জন্য কাজ করেছেন।দল যদি ত্যাগী ও যোগ্যদের মুল্যায়ন করে তাহলে তিনি নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী বলে মনে করেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: