নকলায় একযুগের বেশি সময় ধরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাজীপুর থেকে গ্রেফতার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ 39 Viewsমো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা থানার পুলিশ অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত এক যুগেরও বেশি সময় ধরে (১৩ বছর) পলাতক আসামীকে আক্রাম হোসেন (৪২) কে গ্রেফতার করেছে। বুধবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও এলাকার মৃত. নূরল হকের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, ছাতুগাঁও এলাকার আক্রাম হোসেনের বিরুদ্ধে ১৩ বছর আগে শেরপুর আদালতে একটি যৌতুক মামলায় তার ৬ মাসের সাঁজা হয়। সাঁজা হওয়ার পর থেকেই আক্রাম হোসেন আত্মগোপন করে। পরে গাজীপুরের কোনাবড়ি এলাকায় গিয়ে তার নাম পরিবর্তন করে ছদ্ম নামে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নকলা থানার এস.আই হাসান, এ.এস.আই রতন চৌধুরী ও আলামিন সঙ্গীয় তাদেরফোর্স নিয়ে আক্রাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জানান যে, যৌতুক মামলায় ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে আক্রাম হোসেন (৪২)-কে প্রায় ১৩ বছর পরে হলেও গ্রেফতার করে শেরপুর আদালতে প্রেরণ করা পুলিশ বিভাগের একটি সফলতা। SHARES অপরাধ বিষয়: