চিত্রশিল্পী আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী আজ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ 643 Viewsচিত্রশিল্পী আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী আজ ১৮ নভেম্বর। ১৯৮১ সালে এই দিনে তিনি মারা যান। আট বছর বয়সে চিত্রশিল্পী আনোয়ারুল হক কলকাতায় আসেন এবং ১৯৩৫ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। তার পরিবারে ছবি আঁকা মোটামুটি নিষিদ্ধ থাকলেও, সব বাধা অতিক্রম করে তিনি চিত্রকলায় কৃতিত্বের পরিচয় দেন। ১৯৪৫ সালে সর্বভারতীয় শিল্পকলা প্রতিযোগিতায় জলরং চিত্রে তিনি শ্রেষ্ঠ শিল্পীর সম্মান লাভ করেন। ১৯৪৮ সালে তিনি ঢাকায় আসেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান প্রমুখের সম্মিলিত চেষ্টায় ঢাকায় গড়ে তোলেন শিল্প-শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘পূর্ব-পাকিস্তান সরকারি আর্ট ইনস্টিটিউট’ (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট)। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বঙ্গভবন, দিল্লি পলিটেকনিক ইনস্টিটিউট, পাকিস্তান আর্ট কাউন্সিল প্রভৃতি প্রতিষ্ঠানে তার উল্লেখযোগ্য শিল্পকর্ম রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: