যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গোলাগুলি, নিহত ৩ প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পর এবার ওকলাহোমায় গোলাগুলিতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার ওকলাহোমার ডানক্যানে ওয়ালমার্টে এ ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের। পুলিশ জানায়, দোকানের বাইরে একটি গাড়িতে দুজন গুলিতে নিহত হয়েছে এবং তৃতীয় ব্যক্তি নিহত হয়েছে একটি পার্কিং এলাকায়। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে পুলিশে জানিয়েছে। এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে স্থানীয় সময় রোববার রাতে এক পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলা হয়। এতে গুলিবিদ্ধ ১০ ব্যক্তির মধ্যে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। Post Views: ৬ SHARES আন্তর্জাতিক বিষয়: