নান্দাইলে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ 94 Viewsমোহাম্মদ আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে পাচঁ জয়িতাকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়েছে নান্দাইল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো.এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সঞ্চিতা রাণী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী প্রমুখ। প্রধান অতিথি নান্দাইলে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রূপালী আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জেবুন্নেছা দিপ্তী, সফল জননী মোছাঃ ফাতেমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছেছে পারুল আক্তার ও সমাজ উন্নয়নে অবদানকারী আমিনা ইয়াছমিনের হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন। SHARES সাহিত্য বিষয়: