তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্রসবিড বকনা বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য ক্রসবিড বকনা গরু বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় চত্বরে সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৯জন সুবিধাভোগীদের মাঝে উন্নতজাতের ক্রসবিড বকনা প্যাকেজের অনুদান গরু ও ৩ মাসের গো খাদ্য বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশের কৃতি সন্তান চাপাইনবাবগঞ্জ জেলার এডিসি দেবেন্দ্রনাথ বসাক,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আনোয়ার হেসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ সোহেল আরম খান, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসের মুক্তা, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সংসদ সদস্য’র পিএস কামরুল হক রাসেল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আনিছ প্রধান,বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। Post Views: ৬৯৫ SHARES সারা বাংলা বিষয়: