নান্দাইলে মাঠ দিবস অনুষ্ঠিত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে ময়মনসিংহের নান্দাইলে রবি মৌসুমে স্হাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় খারুয়া ইউনিয়নের বনগ্রাম হালিউরা ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মো.দুলাল মিয়ার সভাপতিত্বে উপসহকারি কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি। এসময় উপস্হিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান,মো. রোকনউজ্জামান,মো.রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত মাঠ দিবসে ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। মাঠ দিবসে বক্তারা সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য করণীয় সম্পর্কে আলোচনা করেন।এসময় উপস্হিত কৃষকরা পরবর্তী রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে নাদিয়া ফেরদৌসি বলেন,সরিষা চাষে অধিক লাভ। বারি সরিষা -১৪ এটি একটি উন্নত জাতের সরিষা।এই জাতের সরিষা চাষ করে প্রতিটি কৃষক লাভবান হতে পারেন। Post Views: ৪৫ SHARES কৃষক ও কৃষি বিষয়: