তাড়াশে শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে এ বছরও ওরস হলো না TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১ 64 Viewsমহসীন আলী(সিরাজগঞ্জ)তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে গত (২০২০ সাল) বছরের মতো এবারও ওরস হচ্ছেনা। প্রতি বছরের চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার তাড়াশের নওগাঁয় আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) আধ্যাত্বিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে বার্ষিক ৩ দিন ব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু ওরসের ২/৩দিন আগে থেকেই দোকানদারগন পজিশন নেওয়ার জন্য ওরসে আসতে থাকে। আবার ওরস শেষ হওয়ার ২/৩ দিন পর এর কার্যক্রম শেষ হয়। মোট ১ সপ্তাহ নওগাঁ ওরশ শরীফে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়। তাই করোনাকালীন ঝুকি হতে পারে সেই কারনে বুধবার (১৭ মার্চ) বিকাল ৫টার দিকে মাজার কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম স্থানীয় সংবাদকর্মীদের নিশ্চিত করে জানান, গত বছরের মতো এবছরও করোনো ভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকির উপর নজর দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ৩দিন ব্যাপী ওরশ শরীফ স্থগিত করা হয়েছে। SHARES ধর্ম বিষয়: